India & World UpdatesHappeningsBreaking News
সফলভাবে উড়ে গিয়েছে চন্দ্রযান ৩
ওয়েটুবরাক, ১৪ জুলাই : বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ভারত। সেই লক্ষ্যে সফলভাবে উড়ে গিয়েছে চন্দ্রযান ৩। পৃথিবীর অর্বিটে সফলভাবে পৌঁছে শুরু করেছে চাঁদের দেশে পাড়ি। ২০১৯ সালে চাঁদের পৃষ্ঠে নামতে গিয়ে ভেঙে পড়েছিল চন্দ্রযান ২। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে স্বপ্নের পথে দৌড়। চাঁদে নামতে পারলেই আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত৷
চন্দ্রযান ৩-এর যে ল্যান্ডার রয়েছে সেটি চাঁদের মাটিতে মাসখানেকের একটু বেশি সময় ধরে পর্যবেক্ষণ চালিয়ে তথ্য সংগ্রহ করবে। ২২ বা ২৩ আগস্ট চাঁদের মাটিতে অবতরণ করবে এই চন্দ্রযান ।