Barak Updates
সকলের করোনা টিকার দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি সোনিয়ার
ওয়েটুবরাক, ২৫ জুন: টিকাকরণের হার তিন গুণ করার দাবি জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। না হলে যে ডিসেম্বরের মধ্যে দেশের জনসংখ্যার ৭৫ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে না, তা নরেন্দ্র মোদির সরকারকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। আজ শুক্রবার এআইসিসি-র সাধারণ সম্পাদক ও রাজ্যের ভারপ্রাপ্ত নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী৷
তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের উপরে লাগাতার চাপ বজায় রাখতে হবে। কেন্দ্র আমাদের চাপেই সকলের জন্য টিকাকরণের দায়িত্ব নিয়েছে।”
সোনিয়া আজ বেকারত্ব, আর্থিক সঙ্কটের মধ্যেই পেট্রল-ডিজেল, ভোজ্য তেল, ডালের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে এর বিরুদ্ধে আন্দোলনে নামার কথাও বলেন। বৈঠকের পরে এআইসিসিতে সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, কোভিডের ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে। তার সঙ্গে মূল্যবৃদ্ধি, বেকারত্বর বিরুদ্ধে কংগ্রেস ৭ থেকে ১৭ জুলাই দেশ জুড়ে প্রচার-আন্দোলনে নামবে। মহিলা ও যুব কংগ্রেস, অন্যান্য গণ সংগঠনগুলিও তাতে যোগ দেবে। তেলের দাম কমানোর দাবিতে পেট্রল পাম্পে সই সংগ্রহ অভিযান হবে।