Barak UpdatesHappeningsBreaking News
শ্রীকোণাতেও মিলল বিষধর সবুজ সাপ
ওয়েটুবরাক, ২৭ অক্টোবর : নরসিং স্কুলের পর বৃহস্পতিবার শ্রীকোণা অঞ্চল থেকেও একটি গ্রিন পিট ভাইপার উদ্ধার করা হয়েছে৷ এটিকে কয়েকদিন ধরেই শ্রীকোণায় আসাম ইলেকট্রিসিটি গ্রিড করপোরেশনে দেখা যাচ্ছিল৷ প্রথমে গেটের কাছেই অনেকের নজরে পড়ে৷ দুদিন ধরে পড়ে থাকে গ্রিড করপোরেশনের পেছনের দিকটায়৷ এতদিন একে বিশেষ গুরুত্ব না দিলেও বুধবার নরসিং স্কুলে সাপ উদ্ধারের সংবাদ পড়ে ও ছবি দেখে তাঁরা আঁতকে ওঠেন৷ দুটো একই প্রজাতির বলে তাঁরা নিশ্চিত হন৷
এটি বিষধর, এ কথা সংবাদে জেনে গ্রিড করপোরেশন থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন ড. পার্থঙ্কর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন৷ বিশ্ববিদ্যালয়ের সর্প বিশেষজ্ঞ বিশাল সোনার বনকর্মীদের নিয়ে শ্রীকোণা থেকে সাপটিকে উদ্ধার করেন৷ পরে তারা ঘন জঙ্গলে নিয়ে ছেড়ে দেন৷ আচমকা এখানে-ওখানে বিষধর সাপের উপস্থিতিতে বরাক উপত্যকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে৷