NE UpdatesHappeningsBreaking News
শিলচর-শিয়ালদহ ট্রেনে ৭৪ কচ্ছপ বাজেয়াপ্ত, ধৃত ২
ওয়েটুবরাক, ২৬ সেপ্টেম্বর : ৭৪টি কচ্ছপ বাজেয়াপ্ত হল শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্যুরো সোমবার রাতে আরপিএফ, জিআরপিকে নিয়ে জাল বিছায়৷ ট্রেনটি লামডিঙ স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াতেই তারা একটি সিটের তলা থেকে দুটি ব্যাগ উদ্ধার করে৷ এগুলোর ভেতরে চারটি ঝুড়িতে ছিল ৭৪টি কচ্ছপ৷ মিজোরামের বাসিন্দা দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা হল লালছোয়ানলিনা এবং লিয়ানসানসুইপুই৷ উভয়ের বয়স ২১ বছর৷
আরপিএফ এক্স হ্যান্ডলে জানিয়েছে, ধৃতরা শিলচর থেকে এগুলি নিয়ে উঠেছিল৷ গুয়াহাটিতে নিয়ে অন্য পাচারকারীদের কাছে পৌঁছে দিত৷ আরপিএফ পরে বাজেয়াপ্ত কচ্ছপগুলিকে হোজাই রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেয়৷