Barak UpdatesHappeningsBreaking News
শিলচর মেডিক্যালে আরও এক রোগীকে প্লাজমা থেরাপি
2 আগস্টঃ বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে দিয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হয়েছিল প্লাজমা থেরাপি। রবিবার রাতে একই চিকিতসাপদ্ধতি কার্যকর করা হল আরেক করোনা আক্রান্ত পবনকুমার আগরওয়ালের ক্ষেত্রে। কয়েক বছর আগে তিনি হার্ট ট্রান্সপ্লান্ট করার দরুন ভাইরাস তাঁকে প্রায় কাবু করে ফেলে। তাই আধুনিকতর চিকিতসাপদ্ধতির সিদ্ধান্ত নেন চিকিতসকরা। এর পরই গুয়াহাটি থেকে প্লাজমাদাতার ব্যবস্থা করা হয়। সব ঠিকঠাক চলায় এ দিন রাত দশটা নাগাদ তাঁর প্লাজমাথেরাপি শুরু হয়েছে।
মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার ডা. প্রসেনজিত ঘোষ জানান, ডাক্তা্রদের একটি দল এ নিয়ে এক সপ্তাহ ধরে কাজ করছিলেন। ওই টিমে রয়েছেন ডা. ভাস্কর কান্তি নাথ, ডা. রামু দাস, ডা. অভিজিত দাস, ডা, অভিজিত শইকিয়া এবং ডা. রূপঙ্কর ও ডা. দীপান্বিতা।