Barak UpdatesHappeningsBreaking News
শিলচর পুরসভার খসড়া ভোটার তালিকা প্রকাশিত
ওয়েটুবরাক, ১৬ নভেম্বর: শিলচর পুরসভার খসড়া ভোটার তালিকা মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। জনসাধারণের পরিদর্শনের জন্য এই তালিকা জেলাশাসকের কার্যালয়, উন্নয়ন ভবনে অবস্থিত পুর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কার্যালয়, সদর রাজস্ব চক্র কার্যালয়, পুরসভার দপ্তর, পুর দপ্তর এর ভিতরে থাকা থানা এবং পুর ভোটকেন্দ্রগুলির ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে খসড়া তালিকা পাওয়া যাবে। খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি ও আপত্তি আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত দাখিল করা যাবে। দাবি-আপত্তি প্রকাশের তারিখ ২৯ নভেম্বর পর্যন্ত এবং তা নিষ্পত্তির তারিখ ১০ ডিসেম্বর পর্যন্ত ধার্য হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ২৬ নভেম্বরের পর কোনও দাবি-আপত্তি গ্রহণ করা হবে না। নাম অন্তর্ভুক্তির দাবি-আপত্তি নির্দিষ্ট ফর্মে নিয়োজিত আধিকারিকদের কার্যালয়ে দাখিল করতে হবে।