Barak UpdatesHappeningsBreaking News
শিলচর জানিগঞ্জ থেকেই সুইফট গাড়িতে কফ সিরাপ পাচার, আটক ৩
ওয়ে টু বরাক, ৮ জুন ঃ শিলচর শহরকে নেশাজাতীয় সামগ্রী পাচারের করিডোর হিসেবে ব্যবহার করে পাচারকারীরা। এ কথা অনেক আগে থেকেই উপত্যকার মানুষ জানেন, জানে পুলিশও। বিভিন্ন সময়ে পাচারের নিত্যনতুন কৌশল ভেস্তে দিয়ে পুলিশ যেভাবে এগুলো বাজেয়াপ্ত করছে, এ-সব তারই প্রমাণ। শুক্রবারও শিলচর শহরের ব্যস্ততম জানিগঞ্জ থেকে গাড়ি বোঝাই নিষিদ্ধ কফসিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে তিন জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এ দিন রাতে AS11 R 3422 নম্বরের একটি সুইফট গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। তখনই এতে তল্লাশি চালিয়ে কফ সিরাপ থাকা ১০টি কার্টুন বাজেয়াপ্ত করে। প্রতিটি কার্টুনে ১০০টি করে কফ সিরাপের বোতল ছিল। সব মিলিয়ে মোট ১০০০টি বোতল বাজেয়াপ্ত করা হয়। বোতলের গায়ে কফ সিরাপের নাম নভোকফ-সিটি লেখা রয়েছে বলে উল্লেখ করেছে পুলিশ।
এ দিকে এই ঘটনায় করিমগঞ্জের বারইগ্রামের তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এই ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছে বিজয় কুমার নাথ (৪৫), উত্তম নমসূদ্র (২৮) এবং রশিদ আহমেদ (২৩)। পুলিশ জানায়, এই তিনজন পাচার সামগ্রী নিয়ে যাচ্ছিল এবং এগুলো পাশের রাজ্যে পাচারের ফন্দিতে ছিল। বর্তমানে এদের জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ।