Barak UpdatesHappeningsBreaking News
শিলচর এনআইটির বিপ্লবজয় এসিএস, বদরপুরের নঈম এপিএস, লক্ষীপুরের সু্প্রীতা ট্যাক্স ইন্সপেক্টর মনোনীত
ওয়েটুবরাক, ২২ অক্টোবর ঃ এ বারের আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় শুক্রবার রাতে এসিএস-এপিএস সহ বিভিন্ন পদে বরাক উপত্যকা থেকে দশজনের মনোনীত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছিল। শনিবার সকাল হতেই এই উপত্যকার আরও কয়েকজনের উত্তীর্ণ হওয়ার খবর মিলেছে। এসিএস জুনিয়র গ্রেড তালিকার আট নম্বরে রয়েছেন বিপ্লবজয় পুরকায়স্থ। বিপ্লবজয় শিলচর এনআইটির প্রাক্তনী। পড়েছেন করিমগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়েও। তিনি বর্তমানে ভোডাফোন কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। এ বার আসবেন প্রশাসনিক সেবায়।
এপিএস তালিকার পঁচিশ নম্বরে রয়েছেন বদরপুরের নঈম উদ্দিন। ইন্সপেক্টর অফ ট্যাক্স পদে চাকরির সুযোগ পেয়েছেন লক্ষীপুরের কে সু্প্রীতা বর্মণ। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোধ বর্মণের কন্যা। লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই তাঁর মনোনয়নে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, লক্ষীপুরের প্রত্যন্ত পাহাড়ি এলাকার তরুণী সু্প্রীতার নিযুক্তি এলাকাবাসীর জন্য গর্বের। প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন বরাক উপত্যকার সকল উত্তীর্ণদেরই অভিনন্দন জানিয়েছেন।