India & World UpdatesHappeningsBreaking News
শিলচরের জেল থেকে স্বদেশে ফিরেই প্রাণ হারালেন জন্নত খাতুন
ওয়েটুবরাক, ৩০ মার্চ : ২০১৮ সালের ২৮ নভেম্বর থেকে ছিলেন শিলচরের জেলে। বিদেশি বলে চিহ্নিত হওয়ায় দুই বছরের জেল হয়েছিল। কিন্তু শাস্তির মেয়াদ ফুরনোর পরও প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়নি বলে জেলেই থাকতে হচ্ছিল জন্নত খাতুনকে। শেষে দিন পনেরো আগে তাঁকে নেপালে পাঠানোর সব বন্দোবস্ত হয়। ছেলের সঙ্গে দেশে ফিরলেন বটে, কিন্তু বেঁচে থাকতে পারলেন না। শিলচর জেলে থাকার সময়েই রক্তাল্পতা, পেটে পাথর, যক্ষা ইত্যাদি নানা রোগে ভুগছিলেন। তাই অ্যাম্বুলেন্সে করে নেপালের সারলাহিতে নিয়ে যাওয়া হয়েছিল। গত মঙ্গলবার নিজের বাড়িতেই পুত্র-পুত্রবধূর উপস্থিতিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আত্মীয়-পরিজনরা শোক ব্যক্ত করেও বলেন, তবু শেষসময়ে ছেলের হাতে জল খেতে পেরেছিল। এমনটা যে হবে, কিছুদিন আগেও ভাবা যায়নি।
তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন নাগরিক অধিকার রক্ষা সমিতির প্রধান সম্পাদক সাধন পুরকায়স্থ। প্রসঙ্গত, তাঁর প্রয়াসেই জন্নত খাতুন শেষজীবনে দেশের মাটিতে কাটাতে পেরেছিলেন কয়েকদিন।