Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের চৈতন্য প্রেসের কর্ণধার সঞ্জয় কুমার দাস প্রয়াত
২০ অক্টোবর ঃ শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী তথা শহরের সুপ্রাচীন শ্রীচৈতন্য প্রেসের সত্ত্বাধিকারী সঞ্জয় কুমার দাস বুধবার প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৩ বছর। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গেছেন স্ত্রী গোপা দাস ২ ছেলে সন্তু দাস ও সঞ্জীব দাস (বুরু) এবং মেয়ে রাখি দেব সহ বহু আত্মীয় ও গুণমুগ্ধকে।
তাঁর পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত কিছুদিন ধরে এপেন্ডিক্সের সমস্যায় ভুগছিলেন। তাঁর এপেন্ডিক্স ব্লাস্ট হয়ে যাওয়ায় তিনি শিলচর মেডিক্যালে চিকিতসাধীন ছিলেন। এরপর তাঁর অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই ৭ দিন তিনি মেডিক্যালের আইসিইউতে ছিলেন। কিন্তু আর শেষরক্ষা হয়নি। অবশেষে বুধবার তিনি প্রয়াত হন।
প্রয়াত সঞ্জয় কুমার দাস অমায়িক ও ধর্মপরায়ণ ছিলেন। ছাপাখানার ব্যবসার পাশাপাশি তিনি বহু সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছিলেন। এই সুবাদে তিনি সবার শ্রদ্ধাভাজনও ছিলেন। তিনি গত ৬৫ বছর ধরে ছাপাখানার সঙ্গে যুক্ত ছিলেন। শ্রীচৈতন্য প্রেসের কর্ণধার যেমন ছিলেন, তেমনি শ্রীচৈতন্য বুকস অ্যান্ড স্টেশনার্স প্রাইভেট লিমিটেডেরও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গোটা পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।