Barak UpdatesBreaking News
শনিবার ‘সুরে-শিল্পে এক সন্ধ্যায় বিশ্বজিৎ’
৭ ফেব্রুয়ারি: যেমন সঙ্গীতে, তেমনি চিত্রশিল্পে৷ ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকও৷ বিশ্বজিৎ রায়চৌধুরীকে পরিচয় করিয়ে দিতে কথা যেমন ফুরোতে চায় না, তেমনি তিনি ও তাঁর বহুমুখী প্রতিভা এত জনপ্রিয় যে, তাঁকে আর পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না৷ এমন ব্যক্তিত্বকে নিয়েই অনুষ্ঠানের আয়োজন করেছে তাঁর ছাত্রছাত্রীদের সংগঠন সতীর্থ৷ আগামী শনিবার সন্ধ্যা ৬টায় গান্ধীভবনে অনুষ্ঠিত হবে সুরে-শিল্পে এক সন্ধ্যায় বিশ্বজিৎ৷ বাইরে প্রদর্শিত হবে চিত্রশিল্পী বিশ্বজিৎবাবুর শিল্পকলা, ভেতরে পুরো অনুষ্ঠান জুড়ে এককভাবে গাইবেন সঙ্গীতশিল্পী বিশ্বজিৎবাবু৷ শুরুতে আধঘন্টার উদ্বোধনী পর্ব৷ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন সতীর্থের কর্মকর্তারা৷