Barak UpdatesHappeningsBreaking News
শনিবার মহরম, লাঠি-তরোয়াল খেলা থেকে বিরত থাকতে বলল কাছাড় জেলা প্রশাসন
ওয়েটুবরাক, ২৮ জুলাই:—মহরম উৎসব ২৯ জুলাই, শনিবার৷ কাছাড় জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে উৎসব পালনের উদ্দেশ্যে শুক্রবার শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয় কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয় ।
কাছাড়ের অতিরিক্ত আয়ুক্ত অন্তরা সেনের পৌরহিত্যে অনুষ্ঠিত এই সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, জেলার বিভিন্ন সার্কেল অফিসার, বিভিন্ন মসজিদ কমিটির সদস্য, সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল প্রমুখ মহরম উৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য বিস্তারিতভাবে আলোচনা করেন ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সমগ্র কাছাড় জেলায় মহরম উৎসব উপলক্ষে লাঠি খেলা, তরোয়াল খেলা ইত্যাদি করা যাবে না । মহরম উৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে l