Barak UpdatesHappeningsCultureBreaking News
লোকসঙ্গীত শিল্পী সন্দীপ ভট্টাচার্য প্রয়াত
ওয়েটুবরাক, ১২ জানুয়ারিঃ গানমহলের প্রতিষ্ঠাতা, লোকসঙ্গীত শিল্পী সন্দীপ ভট্টাচার্য আর নেই। বুধবার সকাল আটটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। বয়স হয়েছিল ৫৭ বছর। রেখে গিয়েছেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা, জামাতা সহ অসংখ্য পরিজনদের।
গানবাজনার প্রতি ছিল তাঁর বিশেষ আকর্ষণ। তাই স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়েই তৈরি করেছিলেন গানমহল। পরে তাঁর জামাতা সহ অনেক শিল্পী এই সংগঠনে যোগ দেন।
তাঁর মৃত্যুতে শিলচরের সংস্কৃতিজগতে শোকের ছায়া পরিলক্ষিত হয়। সঙ্গীত বিদ্যালয়, ছন্দনীড়, কৃষ্টিবিবেক, সম্মিলিত লোকমঞ্চ, ফকিরা, শব্দব্রহ্ম প্রভৃতি বিভিন্ন সংগঠনের সদস্য-কর্মকর্তারা সন্দীপ ভট্টাচার্যের চানমারি স্থিত বাড়িতে গিয়ে মৃতদেহে শেষ শ্রদ্ধা জানান।
জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মী সন্দীপবাবু অফিসেও তাঁর অমায়িক ব্যবহারের জন্য সকলের প্রিয় ছিলেন। তিনি অল আসাম পিএইচই এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সহ-সভাপতি ছিলেন৷ অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল তথা তাঁর সহকর্মীরাও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।