Barak UpdatesHappeningsBreaking News
লায়ন্সের গণবিবাহে পরিণয়সূত্রে আবদ্ধ হলেন ১১ জোড়া দম্পতি
ওয়ে টু বরাক, ৩ মার্চ : লায়ন্সের গণবিবাহ অনুষ্ঠানে রবিবার পরিণয় সূত্রে আবদ্ধ হলেন ১১ জোড়া দম্পতি। এদিন ছিল লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল-এর ২০তম গণবিবাহ। শাস্ত্রীয় আচার অনুষ্ঠান মেনেই এ দিন বিয়ে সম্পন্ন হয়েছে। প্রতি জোড়া বর ও কনের পরিবারের সদস্যরাও এদিন বিয়েতে উপস্থিত ছিলেন। এছাড়া শিলচরের বহু বিশিষ্টজনদেরও এই গণবিবাহ অনুষ্ঠানে দেখা গিয়েছে।
লায়ন্স ক্লাবের এই গণবিবাহের রূপকার সদ্যপ্রয়াত অমরনাথ খাণ্ডেলওয়ালের স্মৃতিতে একটি মঞ্চ রাখা হয়েছিল। এই মঞ্চে শিলচরের বিশিষ্ট শিল্পীরা ধামাইল নৃত্য ও সংগীত পরিবেশনা করেন। নরমাল স্কুল প্রাঙ্গনে আয়োজিত লায়ন্সের এই গণবিবাহ অনুষ্ঠানে ১১ জোড়া নব দম্পতিকে বিয়ের উপহার হিসেবে এক মাসের রেশন সামগ্রী তুলে দিয়েছে লায়ন্স ক্লাব শিলচর। এর পাশাপাশি সবার জন্য ছিল খাবার দাবারের ব্যবস্থা।
লায়ন্স ক্লাবের অন্যতম কর্মকর্তা অরিন্দম ভট্টাচার্য এদিন জানিয়েছেন, যারা অনগ্রসর এবং আর্থিক কারণে যাদের বিয়ের আয়োজন করা সম্ভব হচ্ছে না, মূলত তাদের বেছে বের করেই গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করে লায়ন্স ক্লাব। প্রতিবছরই এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এভাবে গত ২০ বছরে ৩৯৬ জোড়া ছেলেমেয়েকে বিয়ে দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। লায়ন্স ক্লাবের অন্য সেবামূলক প্রকল্পের কথাও তিনি এ দিন উল্লেখ করেছেন।