NE UpdatesBarak UpdatesHappenings
লায়লাপুরে ফের অবরোধ, সীমান্ত পরিদর্শনে এডিজিপি
২৮ অক্টোবর: ফের মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের ডাক দিল ভাগাবাজার, লায়লাপুর প্রভৃতি অঞ্চলের নাগরিকরা৷ বুধবার সকালেই মিজোরামের প্রবেশপথ আটকে দিয়েছেন তাঁরা৷ ঘোষণা করেন, অসমের জমি থেকে মিজোরামের জওয়ানদের না সরানো পর্যন্ত এই অবরোধ চলবে৷
কিছুদিন আগেও একইভাবে অবরোধ করা হয়েছিল মিজোরামের প্রবেশপথ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের সচিব অজয়কুমার ভাল্লা তখন দুই রাজ্যের মুখ্য সচিবকে নিয়ে ভিডিও কনফারেন্স করেন৷ যুগ্ম সচিব সত্যেন্দ্র গর্গ শিলচরে এসে রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের নিয়ে আলোচনায় বসেন৷ ত্রিপাক্ষিক আলোচনাতেই জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়৷ কথা হয়েছিল, আসাম জাতীয় সড়ক অবরোধমুক্ত করাবে৷ আর মিজোরাম আসামের জমি থেকে সেনা সরিয়ে নেবে৷ প্রথমটি কার্যকর হলেও মিজোরাম সেনা সরায়নি৷ বরং সোমবার কাছাড়ের ডিএফও সান্নিদেও চৌধুরী হাওয়াইথাং বনাঞ্চল পরিদর্শনে গেলে মিজো জওয়ানরা তাঁকে এগোতে দেননি৷ ওই এলাকা মিজোরামের বলে দাবি করেন৷
বনও পরিবেশ মন্ত্রী তথা ওই এলাকার বিধায়ক পরিমল শুক্লবৈদ্য বলেন, বিষয়টি তিনি কেন্দ্রকে জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রীও এ নিয়ে উদ্বেগে রয়েছেন৷ তাঁর নির্দেশে বুধবার কাছাড়ে আসেন পুলিশের অতিরিক্ত মহানির্দেশক জিপি সিং৷ তিনি পরিস্থিতির খোঁজখবর নেন৷