NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

লামডিং ডিভিশনে ১৩১টি কোভিড কেয়ার কোচ তৈরি রেখেছে রেল দফতর, দেশে ৪০০০

ওয়েটুবরাক, ২৭ এপ্রিল: বিভিন্ন স্টেশনে কোভিড কেয়ার কোচ তৈরি করে রেখেছে রেল দফতর৷ করোনা সংক্রমণের তীব্রতার প্রেক্ষিতে রাজ্য সরকার চাইলে সেগুলিকে ব্যবহারের দিতে তারা প্রস্তুত রয়েছেন৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ অফিসার শুভানন চন্দ জানিয়েছেন, তাঁরাও ২৯৯টি কোচ প্রস্তুত রেখেছেন৷ এর মধ্যে ১৩১টি রয়েছে লামডিং ডিভিশনে, ৫৪টি রয়েছে তিনসুকিয়া ডিভিশনের বিভিন্ন স্থানে৷ ৫২টি রঙিয়া ডিভিশনে, ৪০টি আছে কাটিহার ও শিলিগুড়ি অঞ্চলে৷ ২২টি কোচ রয়েছে আলিপুরদুয়ার, নিউ কোচবিহার অঞ্চলে৷

চন্দবাবু জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ দেশ জুড়ে আছড়ে পড়েছে৷ এর দরুন প্রথম ঢেউয়ের সময় তৈরি করা কোচগুলিকে পুনরায় প্রস্তুত করে তোলা হয়েছে৷ সামান্য লক্ষণযুক্ত কোভিড রোগীদের আইসলেশনে রাখার উপযোগী এগুলি৷ প্রচণ্ড গরমের কথা ভেবে কুলার, জুটম্যাটও লাগানো হয়েছে৷ দেশের বিভিন্ন স্টেশনে ৪০০০ কোভিড কেয়ার কোচে মোট ৬৪ হাজার শয্যার ব্যবস্থা রয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker