Barak UpdatesHappeningsBreaking News
লক্ষীপুরে সংকল্প সপ্তাহ শুরু করল স্বাস্থ্য বিভাগ
ওয়েটুবরাক, ৪ অক্টোবর: কাছাড় জেলার মধ্যে উচ্চাকাঙ্ক্ষী খণ্ড হিসেবে লক্ষীপুর স্বাস্থ্যখণ্ডে সংকল্প সপ্তাহ শুরু করল জেলার স্বাস্থ্য বিভাগ। এরই অঙ্গ হিসাবে মঙ্গলবার এলাকার ৩টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ৭টি স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র এবং ৮টি উপস্বাস্থ্য কেন্দ্রে সূচনা করা হয় বিশেষ স্বাস্থ্য শিবির। শিবির গুলিতে গর্ভবতী মা, প্রসবোত্তর মহিলা ও ১ বছর বয়সের নীচে থাকা শিশু এবং অপুষ্টিতে ভোগা শিশুদের শিবিরে নিয়ে চিকিৎসার বিশেষ বন্দোবস্ত করা হয়। প্রতিটি শিবিরকে সফল করে তুলতে চিকিৎসক, নার্স, সিএইচও এবং আশা কর্মীরা সর্বাত্মক প্রয়াস করেন। স্বাস্থ খণ্ডে এসব কর্মযোগ সঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডা. আশুতোষ বর্মণ সহ জেলা ও ব্লকস্তরের বিভিন্ন কর্মকর্তারা।
উল্লেখ্য, বিভিন্ন বিভাগের অনুন্নয়নের মাপকাঠিতে ভারত সরকার এবছর দেশের ৫০০টি গ্রামকে চিহ্নিত করেছে। সেগুলিকে অ্যাসপিরশনাল ব্লক বা উচ্চাকাঙ্ক্ষী খণ্ড বলা হয়। আর এসব খণ্ডের জন্য প্রতিটি সরকারি বিভাগের তরফে বিশেষ উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। আসামে এবারে এধরনের তালিকায় ২০টি ব্লক রয়েছে। এরমধ্যে বরাকে কাছাড় জেলার লক্ষীপুর এবং হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি রয়েছে।