Barak UpdatesHappeningsBreaking News
লকডাউন চাই না, সোমবার বিকালে শিলচরে বিক্ষোভ
২৩ আগস্ট: পূর্ণ লকডাউন চাই না, এই দাবিতে আগামী ২৪ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৪টায় শহিদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে শিলচর শহরের বিভিন্ন সংগঠন৷ তাদের কথায়, “কোভিড নিয়ন্ত্রণে প্রশাসনের লকডাউনকে একমাত্র হাতিয়ার করার প্রচেষ্টা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সরকারি স্বাস্থ্য পরিষেবা ভঙুর, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নানা অব্যবস্থার সঙ্গে কোভিড নিয়ে দুর্নীতিরও অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। স্বাস্থ্য দুর্যোগের সময় বেসরকারি নার্সিং হোমগুলি অধিগ্রহণ না করে লুটের রাজত্ব চালিয়ে যেতে সরকার অপ্রত্যক্ষভাবে মদত দিচ্ছে।”
সরকার কি জনগণের জীবন-জীবিকার চেয়ে মানুষের ক্ষোভকে নিয়ন্ত্রণ করতেই লকডাউনকে ব্যবহার করতে চাইছে, প্রশ্ন তাদের৷ অভিযোগ করেন, কোভিড বিপর্যয়ের সময়ে মানুষের অন্য রোগের চিকিৎসা প্রায় লাটে উঠেছে৷ অন্য রোগের বা উপশমের জরুরিকালীন চিকিৎসার বদলে কোভিড টেস্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে, বহু মৃত্যুর পেছনে এটা একটা কারণ৷
তাঁদের দাবির মধ্যে আরও রয়েছে, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসার উন্নতি সাধন, কোভিড ফ্রন্টলাইন কর্মী হিসাবে সকল স্বাস্থ্যকর্মীদের ন্যায্য বেতন, সামাজিক সুরক্ষা ও চাকরির নিশ্চয়তা প্রদান, বেসরকারি নার্সিং হোম অধিগ্রহণ করে কিছু সংখ্যক কোভিড রোগীর জন্য ও বাকি অন্য রোগের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা, সব পরিবারে একটি করে অক্সিমিটার ও রেসপিরেটরি এক্সারসাইজার সুলভ মূল্যে প্রদান এবং সকল প্রকার দূর্নীতির অভিযোগের তদন্ত ও দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা৷
শহিদ ক্ষুদিরামের মুর্তির পাদদেশের সোমবারের কর্মসূচির প্রথম সারির কয়েকজন হলেন, তপোধীর ভট্টাচার্য, অরিন্দম দেব, বিশ্বজিৎ দাশ, শেখর দেবরায়, হিল্লোল ভট্টাচার্য, কমল চক্রবর্তী, পিঙ্কি দাস, পরিতোষ চন্দ্র দত্ত , তমোজিৎ সাহা প্রমুখ৷