India & World UpdatesHappeningsBreaking News
রোজগার মেলা করে ৭১০০০ নিয়োগপত্র বিতরণ মোদির
ওয়েটুবরাক, ১৩ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থায় নবনিযুক্ত প্রায় ৭১,০০০ জনকে নিয়োগপত্র বিতরণ করেন। তাঁদের মধ্যে পঞ্চাশ হাজারের বেশি রেলে চাকরি পেলেন। প্রার্থী ও তাঁদের পরিবারবর্গকে অভিনন্দন জানানোর পাশাপাশি মোদি বৈশাখী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। বলেন, উন্নত ভারতের সংকল্প অর্জনের উদ্দেশ্যে যুব সমাজের প্রতিভা ও শক্তির বিকাশে উপযুক্ত সুযোগ প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কাজ শুরুর আগে সরকারি বিভাগে সমস্ত নবনিযুক্তদের অনলাইন ওরিয়েন্টেশন কোর্স কর্মযোগী প্রারম্ভ-এর মাধ্যমে নিজেদের প্রশিক্ষিত করার সুযোগ পাবেন।
এ দিন তিনি ভিডিও কনফারেন্সিঙের মাধ্যমে জাতীয় রোজগার মেলায় ভাষণ দেন৷ প্রধানমন্ত্রীর ভাষণের সময় রোজগার মেলার অনুষ্ঠানে যুক্ত হয় দেশের ৪৫টি অঞ্চল। গুয়াহাটিতে স্থানীয় সাংসদ শ্রীমতি কুইন ওজা ও রেলকর্তাদের উপস্থিতিতে সদ্য নিযুক্ত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় জাহাজ, বন্দর, নৌপরিবহণ, জলপথ এবং আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি আত্মনির্ভর ভারত তৈরির জন্য সকলকে নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং শ্রম ও নিয়োগ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি ডিমাপুরে প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। স্বরাষ্ট্র, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক শিলিগুড়ির অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করেন।