Barak UpdatesBreaking News

রেল চলাচল স্বাভাবিক
Trains plying hassle free from Silchar

শিলচর থেকে পাহাড় লাইন পেরিয়ে অন্যত্র যাওয়ার রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে গিয়েছে। সোমবার সকাল সাতটায় শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার যথারীতি গিয়েছে। এসেছে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসও। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, গুয়াহাটি এক্সপ্রেসও যাওয়ার জন্য তৈরি হয়েছে।

Rananuj

শনিবার দিগারু ও পানবাড়ি স্টেশনের মধ্যবর্তী স্থানে ২০ ওয়াগনের একটি মালগাড়ি লাইনচ্যুত হলে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তত ৩০টি ট্রেনের চলাচল বিঘ্নিত হয়। রবিবার ভোরেই অবশ্য রেল কর্তৃপক্ষ লাইন ক্লিয়ারেন্স দেয়। কিন্তু আগেই শিলচর-গুয়াহাটি সমস্ত ট্রেন রবিবারের জন্য বাতিল করে দেওয়া হয়েছিল। দুপুরে তাই শিলচর-গুয়াহাটি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালানো হয়। বেলা দেড়টায় শিলচর থেকে রওয়ানা হয়ে প্রতি স্টেশনে স্টপেজ দিয়ে অপেক্ষমান যাত্রীদের তুলে নেওয়া হয়েছিল। শিলচরের স্টেশন সুপার বিপ্লব দাস জানিয়েছেন, সোমবার সকাল থেকেই তাঁরা সমস্ত ট্রেন রুটিন অনুযায়ী চালাচ্ছেন। এ পর্যন্ত কোনও সমস্যা নেই।

The plying of trains from Silchar via hill section to other parts has become normal. On Monday, the Silchar-Guwahati First Pass passenger has departed at its scheduled time. Sampark Kranti also arrived at Silchar. Other trains, such as, Kanchanjunga Express, Sampark Kranti Express, Guwahati Express are also ready ro depart from Silchar.

Atleast, 30 trains plying in North East Frontier section were cancelled when a 3o wagon goods train was derailed on Saturday between Digaru and Panbari station. The railway department gave line clearance on Sunday morning. But prior to this, all trains between Silchar and Guwahati were cancelled on Sunday. As such, only Silchar-Guwahari Special Passenger train departed in the afternoon. The train departed at 1.30 in the afternoon. It left Silchar at 1.30 PM and stopped at every station thereby enabling the stranded passengers to board it. Biplob Deb, the Station Superintendent of Silchar has informed that from Monday onwards all trains were running at its scheduled time. Till now, all the trains were running without facing any problem.

 

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker