NE UpdatesHappeningsBreaking News
রূপজ্যোতি কুর্মির কংগ্রেস ছেড়ে যাওয়া দুর্ভাগ্যজনক : রিপুন বরা
১৮ জুন : মরিয়নি থেকে নির্বাচিত কংগ্রেসের চার বারের বিধায়ক রূপজ্যোতি কুর্মি শুক্রবার তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। খুব শীঘ্রই তাঁর গেরুয়া দলে যোগ দেওয়ার সম্ভাবনা। দলীয় বিধায়কের এই সিদ্ধান্তে প্রদেশ কংগ্রেস সভাপতি রীতিমতো হতাশ। তিনি বলেন, রূপজ্যোতি কুর্মির এই সিদ্ধান্তে দল আঘাত পেয়েছে। তাছাড়া তিনি কেন দল ছেড়েছেন, তা এখনও সবার কাছে রহস্যাবৃত।
কুর্মি কংগ্রেসের সক্রিয় ও সোচ্চার নেতাদের মধ্যে অন্যতম। তিনি অভিযোগ করেছেন, বহু বছর ধরে দলে থেকেও অবহেলিত রয়েছেন তিনি। আর এজন্যই তিনি গেরুয়া দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কুর্মি অভিযোগ করেন, ‘আমি চা জনগোষ্ঠীর থেকে কংগ্রেসের একমাত্র বিধায়ক। প্রথম দিন থেকেই আমি দলের হয়ে কাজ করে যাচ্ছি। তবে দুঃখের বিষয় কংগ্রেসে এই বিষয়গুলির কোনও মূল্য নেই। তিনি কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব ও রাহুল গান্ধীর বিরুদ্ধেও অভিযোগ আনেন। তিনি বলেন, এআইইউডিএফ-এর সঙ্গে কংগ্রেসের জোট গঠনের ব্যাপারে রাহুল গান্ধীর সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল। কংগ্রেস দল কিছুমাত্র প্রবীণ নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এই দলের কেন্দ্র বা রাজ্যস্তরে কোথাও নতুনদের কোনও সম্মান নেই।
দলের অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, কুর্মি এপিসিসির সভাপতি হতে চেয়েছিলেন, তবে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে পছন্দ করেননি। কুর্মির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রদেশ সভাপতি রিপুন বরা বলেছেন, বিধায়কের এই দাবি ভিত্তিহীন। তাঁকে যদি গুরুত্ব না দেওয়া হতো, তাহলে তিনি কীভাবে দল থেকে ৪ বার বিধায়ক হলেন ? তাঁকে মজদুর কংগ্রেসের সভাপতি করা হয়েছে। গত নির্বাচনে তিনি দলের ম্যানিফেস্টো কমিটির চেয়ারপার্সনও ছিলেন। তাহলে তিনি কীভাবে দাবি করেন, দল তাঁকে গুরুত্ব দেয়নি ? তিনি কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং তাঁর এভাবে দল ছেড়ে চলে যাওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। রিপুন বরা আরও বলেন, গত দিন পর্যন্ত কুর্মি বিজেপির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কিন্তু হঠাত করে তিনি এখন নিজের অবস্থান পাল্টে ফেলেছেন। এ সত্যিই পুরোপুরি রহস্যাবৃত।