NE UpdatesHappeningsBreaking News
রাহুলের পথে চললে গোটা দেশ থেকে কংগ্রেস মুছে যাবে, বললেন শাহ
ওয়েটুবরাক, ১১ এপ্রিল: অসমের ডিব্রুগড়ে বিজেপির আঞ্চলিক দফতর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে কর্মীসভায় দাবি করেন, আগামী বছর লোকসভা ভোটে বিজেপি তিন শতাধিক আসন পেয়ে তৃতীয়বারের জন্য দেশে সরকার গড়বে। কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি বলেন, “‘রাহুল বাবা’র ভারত সফরের পরেই ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে ভোট হয়েছিল। এক সময় কংগ্রেসের দুর্গ থাকা উত্তর-পূর্ব থেকে আজ কংগ্রেস মুছে গিয়েছে। কিন্তু রাহুল বাবা সে সব বুঝবেন না। আমি বলে যাচ্ছি, লোকসভা ভোটে অসমে ১৪টির মধ্যে অন্তত ১২টি আসন বিজেপিই পাবে।” শাহ হিসেব দেন, প্রধানমন্ত্রী উত্তর-পূর্বকে সন্ত্রাসমুক্ত করেছেন। ৫০ বারের বেশি এই অঞ্চলে সফর করেছেন। অসমের ৭০ শতাংশ এলাকা আফস্পামুক্ত হয়েছে। বড়োল্যান্ডে শান্তি ফিরেছে, আদিবাসীদের ৮টি সংগঠন শান্তিচুক্তি করেছে। প্রতিবেশীদের সঙ্গে সীমানা সমস্যা সমাধানের দিকে যাচ্ছে। ১২টি মেডিক্যাল কলেজ হয়েছে, আরও ১২টি তৈরি হচ্ছে।
তাঁর কথায়, “মোদিজি বিশ্বজুড়ে ভারতের মাথা উঁচু করেছেন। এ দিকে রাহুল বিদেশে গিয়ে ভারতের ভাবমূর্তি নষ্ট করেন। কংগ্রেস স্লোগান দেয়, মোদি তেরি কবর খুদেগি। কিন্তু ১৩০ কোটি দেশবাসী দিবারাত্র মোদির দীর্ঘজীবন কামনা করেন। কংগ্রেস নেতারা রাহুলের পথে চললে গোটা দেশ থেকেই কংগ্রেস মুছে যাবে। রাহুল তাঁর মায়ের মতো যত মোদিজির নিন্দা করবেন ততই দেশজুড়ে পদ্মফুল আর বেশি বিকশিত হতে থাকবে।”