Barak UpdatesHappeningsBreaking News
রাস্তায় যুবকের সাপের মতো আচরণ ঘিরে চাঞ্চল্য উধারবন্দে
ওয়ে টু বরাক, ২৫ ফেব্রুয়ারি : রাজপথে এক যুবকের সাপের সাদৃশ্য অদ্ভুত কর্মকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উধারবন্দে। দয়াপুর বাগানের বাসিন্দা স্বপন চাষা প্রতিদিনের মতো শনিবার দিনমজুরের কাজ করতে উধারবন্দে আসেন। উধারবন্দ ভিআইপি সড়কের পাশে থাকা রূপসী বাড়ির সামনে মাটি বহনের কাজ করা অবস্থায় আচমকা ঢলে পড়েন তিনি।
প্রথমে প্রত্যক্ষদর্শীদের কাছে যুবকের ঢলে পড়ার ঘটনা স্বাভাবিক বলে মনে হলেও পরবর্তীতে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে যুবকটি। হঠাৎ করে সাপের মতো আচরণ করতে শুরু করেন তিনি। এরপর ভিআইপি সড়কের পাশে থাকা ফুটপাত দিয়ে সাপের মতো গড়িয়ে গড়িয়ে চলতে শুরু করেন।
যুবকের অদ্ভুত কর্মকাণ্ডকে ঘিরে ভিড় জমে যায় কৌতুহলী জনতার। যুবকের এমন আচরণ নিয়ে নানাজন নানা মত দিতে শুরু করেন। মা মনসা ভর করেছেন, এমনটা মনে করে যুবককে প্রণামের পাশাপাশি দুধ দিতেও দেখা যায় অনেক কৌতুহলীদের। রাস্তার দুপাশে লোকজন দাঁড়িয়ে এমন কর্মকাণ্ড উপভোগ করলেও যুবকটি সাপের মত্ই চলতে থাকেন।
প্রায় এক কিলোমিটার এভাবে চলার পর উধারবন্দ বাজারের একটি বাড়িতে চলতে থাকা মনসা পূজার প্রতিমার সামনে চলে আসে তিনি। সেখানে পৌছার মা মনসার প্রতিমার সামনে সাপসদৃশ্য আচরণ করতে থাকেন। এতে পূজাস্থলেও ভিড় জমে যায় কৌতুহলী জনতার।
মা মনসার প্রতিমার সামনে দুধ পান করার পর কিছুসময় অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। এদিন যুবকের অস্বাভাবিক আচরণকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায়।