Barak UpdatesHappeningsBreaking News
রাষ্ট্রপতির আমন্ত্রণে দিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আহমেদ আলি

ওয়েটুবরাক, ২৬ জানুয়ারি: রাষ্ট্রপতির আমন্ত্রণে দিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন অসমের শ্রীভূমি জেলার এক রিকশাচালক। অশীতিপর বলে এখন অনেকদিন থেকেই রিকশা চালান না। বরং পূর্ণ মনোযোগ দেন তাঁর হাতে তৈরি নয় স্কুলের পড়াশোনা ও উন্নয়নের দিকে। রিকশা চালিয়েই নির্মাণ করেছেন ওই নয়টি স্কুল। কোনওটি প্রাথমিক, কোনওটি উচ্চ মাধ্যমিক। এমন শিক্ষাপ্রসারি রিকশাচালককে এ বার প্রজাতন্ত্র দিবসের জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি। রাজ্যের পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজে সেই চিঠি নিয়ে গিয়েছিলেন আহমদ আলির বাড়িতে। তিনিই তাঁর দিল্লি যাওয়ার যাবতীয় ব্যবস্থা করেন।