NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
রাজ্যে সর্ববৃহৎ, চুরাইবাড়িতে বাজেয়াপ্ত ৪৭২৮ কেজি গাঁজা
ওয়েটুবরাক, ৩০ আগস্টঃ “এক চালানে এত সামগ্রী আগে আর বাজেয়াপ্ত হয়নি অসমে।” চুরাইবাড়িতে গাঁজা ধরার বিস্তারিত জেনে এই মন্তব্য করলেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঘটনা সোমবার রাতের। ত্রিপুরা থেকে অসমে ঢোকার মুখে চুরাইবাড়িতে যানবাহন আটকে তল্লাশি চালানো হচ্ছিল। ট্রাকচালক আন্তঃসীমা পেরিয়ে অসমে ঢুকে দেখে, তল্লাশি শুধু নয়, কড়া তল্লাশি চলছে। নিজেকে বাঁচাতে লরি ছেড়ে পালায়। চালক না পেয়ে পুলিশের সন্দেহটা বেড়ে যায়। উপরে উঠে দেখে, রাবারের শিট বোঝাই। করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ফাঁড়ির ইনচার্জের নির্দেশে সমস্ত শিট নীচে নামিয়ে আনা হয়। কিছু পরেই ধরা পড়ে, প্যাকেটের পর প্যাকেট গাঁজা। পুরো গাড়ি খালি করে রাতভর মেপে দেখা যায়, মোট ৪৭২৮ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল লরিটি।
করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া জানিয়েছেন, বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য প্রায় ১৫ কোটি টাকা৷ লরির সূত্র ধরে চালক এবং মূল পাচারকারীকে গ্রেফতারের চেষ্টা করা হবে৷