India & World UpdatesHappeningsBreaking News
রাজকুমার রাও নির্বাচন কমিশনের জাতীয় আইকন
প্রতিবার ভোটদানে উৎসাহিত করতে কমিশন একজন প্রখ্যাত ভারতীয়কে আইকন হিসেবে তুলে ধরে। এবার সেই জায়গায় বসতে চলেছেন রাজকুমার রাও।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ বৃহস্পতিবার রাওকে ন্যাশনাল আইকন হিসেবে আনুষ্ঠানিক ভাবে বরণ করবেন। ‘নিউটন’ সিনেমায় রাওকে এক আদর্শবাদী সরকারি কেরানি চরিত্রে দেখা গিয়েছিল, যিনি নকশাল উপদ্রুত ছত্তিশগড়ের গভীর জঙ্গলের ভিতর এক ভোটকেন্দ্রে অবাধ ও সুষ্ঠু ভোট করানোর জন্য শেষ চেষ্টা করে গিয়েছিলেন।
ছবিটি হিন্দি ভাষায় সেরা কাহিনি চিত্রের জন্য জাতীয় পুরস্কার জিতেছিল। অস্কার প্রতিযোগিতায় সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে মনোনয়ন পেয়েছিল। রাজকুমার রাওয়ের আগে নির্বাচন কমিশন পঙ্কজ ত্রিপাঠি, আমির খান, শচীন তেণ্ডুলকর, এমএস ধোনি, মেরি কমকে জাতীয় আইকন পদে নিয়োগ করেছিল।