Barak UpdatesHappeningsBreaking News
রাঙ্গিরখাড়ির ঘটনায় পুলিশকে পাথর নিক্ষেপ, আটক ১০
ওয়ে টু বরাক, ২০ জুলাই : পিঙ্কির মৃতদেহ নিয়ে গত মঙ্গলবার তার পরিবারের সদস্য ও স্থানীয় জনগণের অবরোধ কর্মসূচি বিক্ষিপ্ত হিংসার দিকে মোড় নেওয়ার পেছনে রয়েছে একটি চক্রের মদত। যে কারণে পিঙ্কির মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হলেও রাত ১২টা পর্যন্ত উন্মত্ত জনতার তাণ্ডব থামছিল না। এই গোষ্ঠীর কিছু ছেলেই পুলিশকে লক্ষ্য করে বার বার ইট পাটকেল ছুড়েছে। এমনকি পিঙ্কির পরিবারের সদস্য ও পাড়ার লোকজন পুলিশের অনুরোধে যখনই অবরোধ তুলে শ্মশানে যেতে রাজি হচ্ছিলেন, তখনই প্রতিবাদী জনতার মধ্যে মিশে গিয়ে ওই মানুষেরা গণ্ডগোল সৃষ্টি করেছে। তাছাড়া শহরের অন্য এলাকা থেকে আসা কিছু যুবক এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ারও চেষ্টা করে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে। অর্থাৎ পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া ও উসকানি দিয়ে ওইদিন হিংসাত্মক ঘটনা সৃষ্টি করার জন্য এদের আটক করা হয়। ধৃতরা হচ্ছে সুভাষ নগরের রুনক দেব, চেংকুড়ি রোডের রূপক দাস, শরৎপল্লীর অমন পাল, সেকেন্ড লিংক রোডের অরূপ দাস, কলেজ রোডের অভিজিৎ দাস, শ্যামসুন্দর লেনের অরিন্দম পাল, বদরপুরের রাজা দাস, দাসকলোনির বিনয় দাস, বদরপুরের প্রীতম পাল ও সোনাই রোডের শংকর শীল।