Barak UpdatesHappeningsBreaking News

রাঙ্গিরখাড়িতে নতুন নেতাজি মূর্তি বসবে, চলছে তহবিল সংগ্রহ

ওয়েটুবরাক, ২০ এপ্রিল : শিলচর রাঙ্গিরখাড়িতে নতুন নেতাজি মূর্তি বসানোর ব্যাপারে কাজকর্ম অনেকটা এগিয়েছে৷ ভাস্কর যোগীরাজ ব্রোঞ্জনির্মিত মূর্তিটি তৈরি করছেন৷ নতুনদিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে যে নেতাজি মূর্তিটি বসেছে অরুণ যোগীরাজই এর ভাস্কর৷  সাড়ে দশ ফুট উঁচু মূর্তিটি তৈরিতে খরচ ধরা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা৷  মূর্তি নির্মাণ ও জিএসটি খাতেই ব্যয় হবে 35 লক্ষ টাকা৷  এই বিশাল অর্থরাশি সংগ্রহের জন্য মাঠে নেমেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী৷ তিনি নবগঠিত শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির আহ্বায়ক৷  সহ-আহ্বায়ক উত্তমকুমার সাহা৷  কোষাধ্যক্ষ রুদ্র নারায়ণ গুপ্ত৷  তাঁরা মূর্তি নির্মাণে সবাইকে এগিযে এসে অর্থসাহায্যের আবেদন জানান৷  সে জন্য কমিটির একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে৷  কোষাধ্যক্ষ রুদ্রনারায়ণ জানান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে৷  অ্যাকাউন্ট নম্বর 0080011007৷  যারা চেকে বা ক্যাশে সাহায্য করতে যাবেন, তারা শহরের বিভিন্ন স্থানের কোনওটিতে অ্যাকাউন্ট  পারেন৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker