Barak UpdatesBreaking News
রক্ত দিয়ে বেসরকারিকরণ রুখব, মিছিলে আওয়াজ বিএসএনএল কর্মীদের
১৪ নভেম্বর : বিভিন্ন দাবি নিয়ে বুধবার শিলচর শহরের পথ পরিক্রমা করলেন ভারত সঞ্চার নিগম লিমিটেডের কাছাড় সার্কলের কর্মীরা। প্রতিবাদ মিছিলের আগে তারা শিলচরে বিএসএনএল কার্যালয়ের সামনে বিক্ষোভও প্রদর্শন করেন। এতে কর্মীরা সাফ জানিয়ে দেন, সরকার তাদের দাবি পূরণ না করলে তারা অনশন ধর্মঘটেও যেতে প্রস্তুত।
শুধু শিলচরেই নয়, এ দিন সারা দেশজুড়ে বিভিন্ন জোনে কর্মীরা চার দফা দাবির সমর্থনে ধর্নায় আওয়াজ তোলেন। শিলচরে এ দিন ধর্নায় অংশ নিয়ে আন্দোলনকারীরা বলেন, সরকার এই প্রতিষ্ঠানকে বেসরকারি করার প্রক্রিয়ায় হাঁটছে। এর মধ্যে রয়েছে, সাবসিডেয়ারি টাওয়ার কোম্পানি নিয়ে আসা, ফোর জি স্পেক্ট্রাম হতে না দেওয়া, শেয়ার বিক্রি করা ইত্যাদি। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের শিলচর সার্কলের সাধারণ সম্পাদক গোপিকা রঞ্জন রায় বলেন, প্রয়োজনে রক্ত ঝরাবো, তবু প্রতিষ্ঠানকে বেসরকারি হতে দেব না।
বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের কয়েক দফা দাবির মধ্যে রয়েছে ১ জানুয়ারি ২০১৭ থেকে ফিটমেন্ট সুবিধা সহ তৃতীয় বেতন রিভিশন চালু করা, সঠিক বেতনের বেসিক অনুযায়ী পেনশন দেওয়া, প্রস্তাব অনুযায়ী ফোর জি স্পেক্ট্রাম চালু করা, বিএসএনএল পেনশনভোগীদের পেনশন রিভিশন করা ইত্যাদি।