Barak UpdatesHappeningsBreaking News

রক্তদানে সাবালকত্ব বরণ সুনন্দের

ওয়েটুবরাক, ১১ জানুযারিঃ ১১.০১.২০২২৷ এই দিনটিরই অপেক্ষায় ছিল অম্বিকাপট্টির সুরেন্দ্র ধর লেনের সুনন্দ বিশ্বাস৷ এ তার সাবালক হয়ে ওঠার দিন৷ প্রাপ্তবয়স্ক তকমা বা ভোটাধিকার অর্জনের জন্য নয়, সে সাবালক হওয়ার স্বপ্ন দেখছিল এক ইউনিট রক্ত দেবে বলে৷ আঠারোর তরুণ হওয়া তাই তার কাছে জরুরিই মনে হচ্ছিল৷ আর এই দিনটি আসতেই স্থির করে নেয়, রক্তদানেই সাবালকত্ব বরণ করবে৷ আগের দিন রাতে বাবা জয়দীপ বিশ্বাস ও মা ড. সুমিতা ভট্টাচার্য যোগাযোগ করে রাখেন ডা. রাহুল গুপ্ত মেমোরিয়াল ব্লাড সেন্টারে৷ আজ জন্মদিনের সকালে মেহেরপুরের সেন্টারে গিয়ে সুনন্দ ওরফে গুড্ডু সেরে নেয় তার কাঙ্ক্ষিত শুভকাজটি৷ আতঙ্কের লেশমাত্র নেই, বরং তিনশো মিলিলিটারে এক ইউনিট রক্ত জেনে তার প্রতিক্রিয়া, “তিনশো নিয়েছে মাত্র!”

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker