India & World UpdatesHappeningsBreaking News
মোদি পদবী বিতর্ক মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের জেল
ওয়েটুবরাক, ২৩ মার্চ : মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুই বছরের জেল হলো রাহুল গান্ধীর। চার বছর পুরনো মামলায় দোষী সাব্যস্ত হন কংগ্রেস সাংসদ৷ কারাবাসের রায়ের পরই অবশ্য আদালতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়। বৃহস্পতিবার তাঁর উপস্থিতিতেই রায় দেন গুজরাটের সুরাট জেলার দায়রা বিচারক এইচ এইচ বার্মা। পাশাপাশি জানান, আগামী ৩০ দিনের মধ্যে তিনি এই রায়কে চ্যালেঞ্জ জানাতে পারবেন। কিন্তু আদালত দু’বছরের সাজা শোনানোর দরুন এখন তাঁর সাংসদ পদ বাতিল হতে পারে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাহুল। সেই সময় কর্নাটকের কোলারে প্রচারে গিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেছিলেন। নীরব মোদি থেকে ললিত মোদি, কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে কটাক্ষের সুরে রাহুলকে বলতে শোনা যায়, “কাকতালীয় ভাবে সব চোরেদের পদবী মোদি হয় কী করে?”
রাহুলের এই মন্তব্যেই বিতর্ক বাঁধে। রাহুলের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি।পূর্ণেন্দুর অভিযোগ ছিল, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।
এর আগে, ২০২১ সালের অক্টোবর মাসে এই মামলায় আদালতে হাজিরা দিয়েছিলেন রাহুল। নিজের বয়ান রেকর্ড করেছিলেন। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে।