NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মেঘালয় বোর্ডের উচ্চ মাধ্যমিক কলায় প্রথম পাথারকান্দির মহিমা
১৩ জুলাই : মেঘালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে শীর্ষ স্থান দখল করেছে পাথারকান্দির মহিমা সিনহা। সে মেঘালয়ের শিলঙে অবস্থিত সেন্ট অ্যান্থনিজ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী। সোমবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়৷
মেঘালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মহিমা প্রথম স্থান দখল করায় তার সহপাঠী সহ অন্য ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারাও খুব খুশি। তার বাবা মিহির সিনহা কর্মসূত্রে শিলঙে থাকেন৷ তিনি সেন্ট অ্যান্থনিজ হায়ার সেকেন্ডারি স্কুলেরই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক৷ তাঁদের মূল বাড়ি পাথারকান্দির মুণ্ডমালায়।
মহিমার মোট প্রাপ্ত নম্বর ৪২৮। শতকরা ৮৫.৬ শতাংশ। ভবিষ্যতে সে আইএএস অফিসার হতে চায় বলে জানিয়েছে মহিমা। মেঘালয়ে এ বছর মোট ২৪ হাজার ৮৬৪ জন পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে পাশ করেছে ১৮ হাজার ৩৯ জন। মহিমার তাক লাগানো ফলাফলে পাথারকান্দির শিক্ষানুরাগী মহল উচ্ছ্বসিত। তাঁরা মহিমার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।