NE UpdatesHappeningsBreaking News

এনআরসির কাজ শুরু হচ্ছে, সেপ্টেম্বরে মিলতে পারে রিজেকশন লেটার

২৭ আগস্টঃ এনআরসি-র কাজকর্ম ফের শুরু হতে চলেছে৷ সেপ্টেম্বরে ডিসপোজিং অফিসারদের স্পিকিং অর্ডারের কোয়ালিটি চেক হবে৷ একই সঙ্গে চূড়ান্ত এনআরসিতে বাদ পড়াদের রিজেকশন লেটার পাঠানো হবে৷

রাজ্য কো-অর্ডিনেটর হিতেশ দেবশর্মা জেলাশাসক (তথা এনআরসি-র ডিআরসিআর)-দের চিঠি পাঠিয়ে জানিয়েছেন, গত ২ জুলাই অনুষ্ঠিত এনআরসি কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, করোনা অতিমারি ও বন্যার দরুন ৩১ আগস্ট পর্যন্ত সার্কল অফিসার (তথা সিআরসিআর)-দের এনআরসি-র কাজে পাওয়া যাবে না৷ এখন তিনি চাইছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে এনআরসি-র কাজকর্ম শুরু হোক৷ প্রথমে ডিসপোজিং অফিসাররা যে স্পিকিং অর্ডার দিয়েছিলেন, এর কোয়ালিটি চেকিং হবে৷ প্রয়োজনীয় সফটওয়্যার প্রস্তুত রয়েছে৷

জেলাশাসকদের কাছে পাঠানো চিঠিতে রাজ্য কো-অর্ডিনেটর লিখেছেন, জেলাশাসকরা যেন নির্দিষ্ট সফটওয়্যারে কোয়ালিটি চেকিংয়ের ব্যাপারে সার্কল অফিসারদের প্রাপ্যতা নিশ্চিত করেন৷ তাঁদের নির্দিষ্ট ল্যাপটপটি যেন ঠিকঠাক থাকে এবং সার্কল পর্যায়ে ডাটা নিয়ে কাজ করার মত নেটওয়ার্ক যেন থাকে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker