NE UpdatesHappeningsBreaking News
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অপহৃত রিতুল শইকিয়ার স্ত্রীর
১৪ মে : ওএনজিসির অপহৃত আধিকারিক রিতুল শইকিয়ার স্ত্রী তাঁর স্বামীর উদ্ধারের আর্জি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করলেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার একদিনের সফরসূচি নিয়ে মাজুলি গিয়েছিলেন হিমন্তবিশ্ব শর্মা। মাজুলি আবর্ত ভবনে কোলে চার মাসের শিশু সন্তান নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন অপহৃতের স্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন তিতাবরের নব নির্বাচিত বিধায়ক ভাস্করজ্যোতি বরুয়া।
এই সাক্ষাতের সময় তিতাবরের বিধায়ক আলফা ও এনএসসিএন-এর কবল থেকে রিতুলকে উদ্ধার করার ক্ষেত্রে সেনা ও দেশের স্বরাষ্ট্র মন্রকের সঙ্গে আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান। বরুয়া বলেন, মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি আলফা ও এনএসসিএন-এর হাতেই রিতুল বর্তমানে রয়েছেন বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন।
মুখ্যমন্ত্ৰী @himantabiswa ই আজি @ONGC_ ৰ অপহৃত কৰ্মচাৰী ৰিতুল শইকীয়াৰ পত্নী আৰু ভাতৃক মাজুলী আৱৰ্ত ভৱনত তিতাবৰৰ বিধায়ক শ্ৰী ভাস্কৰজ্যোতি বৰুৱাৰ উপস্থিতিত সাক্ষাৎ কৰে।শৰ্মাই অপহৃত কৰ্মচাৰীগৰাকীৰ উদ্ধাৰৰ বাবে অসম চৰকাৰৰ তৰফৰ পৰা সকলো পদক্ষেপ লোৱা হৈছে বুলি পৰিয়ালক অৱগত কৰে pic.twitter.com/At8BgS2g8e
— Chief Minister Assam (@CMOfficeAssam) May 13, 2021
এ দিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রিতুল পত্নী শতাব্দী বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন মায়ান্মারে তাঁর স্বামী সুরক্ষিত রয়েছেন।তাঁর স্বামীকে উদ্ধারের ব্যাপারে মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেবেন বলে তিনি আশাবাদী। উল্লেখ্য, গত ২১ এপ্রিল লাকুয়ার ওএনজিসির ৮নং জিজিএস থেকে রিতুল শইকিয়া সহ মোহিনিমোহন গগৈ ও অলকেশ শইকিয়া অপহৃত হন। এদের মধ্যে অন্য দুজনকে ২৩ এপ্রিল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে রিতুল এখনও সন্ধানহীন রয়েছেন।