Barak UpdatesHappeningsBreaking News
মাল্টি সুপার স্পেশালিটি কলেজ-হাসপাতালের জন্য বরাদ্দ চাইল থাউজেন্ড সায়ন্তন
ওয়েটুবরাক, ২৮ জুনঃ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালকে মাল্টি সুপার স্পেশালিটি কলেজ-হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য এ বছরের বাজেটে অর্থবরাদ্দ চাইল থাউজেন্ড সায়ন্তন। অর্থমন্ত্রী অজন্তা নেওগ চলতি অর্থবর্ষের বাজেট তৈরির আগে জনগণের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছেন। এরই প্রেক্ষিতে থাউজেন্ড সায়ন্তন শিলচর মেডিক্যাল কলেজের ব্যাপারে একগুচ্ছ দাবি পেশ করেন। তাদের দাবি, গুয়াহাটি মেডিক্যাল কলেজের আদলে একে এমনভাবে তৈরি করা হোক যাতে এখানে ডেল্টা ভ্যারিয়েন্টের মত কোভিডের চিকিতসা হয়। চিকিতসা যাতে হয় জটিলতর হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, মাথায় আঘাতের সমস্যায়।
তাঁরা বলেন, বরাকে বেসরকারি স্তরেও কোনও সুপার স্পেশালিটি হাসপাতাল নেই। তাই সরকারকেই শিলচর মেডিক্যাল কলেজে ওই ধরনের চিকিতসার সুবিধে প্রদান করতে হবে। নিউরো-সার্জারির পরিকাঠামো তৈরি, ইমার্জেন্সি মেডিসিনের ডিপার্টমেন্ট খোলা, জলের সমস্যা দূরীকরণ, মেডিক্যাল সংলগ্ন পুলিশ ফাঁড়িকে থানা ঘোষণা ইত্যাদি কথা অর্থমন্ত্রীর উদ্দেশে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন তাঁরা।
একই দাবিপ্রস্তাব উল্লেখ করে পৃথক চিঠি পাঠিয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী সৌমিত্রশংকর চৌধুরীও৷