India & World UpdatesHappeningsBreaking News
মহুয়াকে নিয়ে সিদ্ধান্ত শীত অধিবেশনেই
ওয়েটুবরাক, ১০ নভেম্বর : শীতকালীন অধিবেশনে মহুয়া মৈত্রকে নিয়ে লোকসভার স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন।বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ সব পক্ষের সঙ্গে কথা বলার পর এথিক্স কমিটি তৃণমূল সাংসদকে বহিষ্কারেরই সুপারিশ করল। এথিক্স কমিটির বৈঠকে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ৫০০ পাতার খসড়া রিপোর্ট অনুমোদিত হয়। মহুয়াকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন ছ’জন, বিরুদ্ধে চার জন। এ বার এথিক্স কমিটি সেই রিপোর্ট পাঠাচ্ছে স্পিকারের কাছে। ডিসেম্বরে লোকসভার শীতকালীন অধিবেশনে ওই রিপোর্ট পেশ করা হবে।
এ দিকে, এথিক্স কমিটির গোপন রিপোর্টের খসড়া ফাঁস হল কী ভাবে? তা-ও আবার একটি নির্দিষ্ট সংবাদমাধ্যমের হাতে গেল কী করে? এমনই সব প্রশ্ন তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মোট ছ’টি অভিযোগের কথা উল্লেখ করে মহুয়া স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মহুয়ার পাশে দাঁড়িয়ে তার দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, এথিক্স কমিটি আনএথিক্যাল কাজ করছে। তারা যা কাজ, তার উল্টো কাজ করছে। যেখানে একের পর এক বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ পড়ে আছে। কোনও নাড়াচড়া দেখা যায় না। এথিক্স কমিটি সবুজ সঙ্কেত দেয় না। জনবিরোধী নীতি নিয়ে যারা সরব, তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত। ভোটে হারাতে পারে না বলেই তারা এই সব করছে। মহুয়া একাই লড়াই লড়তে সচেষ্ট। বিজেপির মুখোশ খুলে দেওয়ার লড়াই তিনি চালাচ্ছেন। কুনালের কথায়, “সাংসদ পদ খারিজের সুপারিশের তীব্র বিরোধিতা করছি। গোটা দেশ প্রতিবাদ করছে। তারা রাজনৈতিক ভাবে পারছে না, ব্যাকডোর পলিটিক্স করছে।”