India & World UpdatesHappeningsBreaking News
মহারাষ্ট্রে শক্তি বাড়াতে বিশেষ তৎপরতা কংগ্রেসে
ওয়েটুবরাক, ১৩ জুলাই : এনসিপির সংকটে মহারাষ্ট্রে শক্তি বাড়াতে তৎপর কংগ্রেস। তারা সংখ্যার ভিত্তিতে বিরোধী দলের নেতা পদের জন্য দাবি করেছেন৷
গত মঙ্গলবার মহারাষ্ট্র ইস্যুতেই দিল্লিতে বৈঠক করেছে কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নানা পাটোলে, পার্টির রাজ্য ইনচার্জ এইচকে পাতিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান, প্রবীণ নেতা মুকুল ওয়াসনিক সহ আরও একাধিক নেতা।
বৈঠকের ছবি শেয়ার করে খড়গে টুইট করেছেন, “বিজেপি তার ওয়াশিং মেশিন ব্যবহার করে মহারাষ্ট্রের আত্মসম্মানে আঘাত করার কাজ করেছে। কংগ্রেস দল এই রাজনৈতিক জালিয়াতির সমান জবাব দেবে।” তিনি লিখেছেন, “বিজেপির এই নোংরা রাজনীতির কড়া রাজনৈতিক জবাব দেবে মহারাষ্ট্রের মানুষ’।