NE UpdatesHappeningsBreaking News
মণিপুর কাণ্ড : বিজেপি সরকারের পদত্যাগ দাবি মহিলা কংগ্রেসের
গুয়াহাটি, ২১ জুলাই : দেশবাসীকে লজ্জাবনত করা মনিপুর কাণ্ড নিয়ে শুক্রবার প্রদেশ কংগ্রেসের মহিলা শাখা ব্যাপক প্রতিবাদ জানিয়েছে। এদিন গুয়াহাটি রাজিব ভবনের সামনে মহানগর জেলা মহিলা কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে। মনিপুরে দুজন মহিলাকে নগ্ন করে রাজপথে প্যারেড করানোর বর্বর ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে হিংসাদীর্ণ মনিপুরকে শান্ত করার সরকার কোনও পদক্ষেপ গ্রহণ না করায় প্রতিবাদ মুখর হয়ে পড়েছে বিভিন্ন দল ও সংগঠন।
এদিন গুয়াহাটি মহানগর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী গীতালী দাস বলেন, মনিপুরে কুকি সম্প্রদায়ের দুজন মহিলাকে একাংশ লোক উলঙ্গ করে প্যারেড করানোর পাশাপাশি ধর্ষণ করে দেশের নারী সমাজকে লজ্জিত করেছে। গোটা বিশ্বের সামনে লজ্জিত হয়ে পড়েছে ভারতও। এর প্রতিবাদেই বিক্ষোভ কর্মসূচি রুপায়ন করা হয়েছে। এ ঘটনার নিন্দা করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে আন্দোলনকারীরা রাজপথ উত্তাল করে তোলেন।
প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে কংগ্রেস মনিপুরে রাষ্ট্রপতি শাসন দাবি করার পাশাপাশি রাজ্যে শীঘ্রই শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করে বিধায়ক নন্দিতা দাস বলেন, মনিপুরের জনগণকে বিজেপি সরকার সুরক্ষা প্রদান করতে পারেনি। সেজন্য এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। এই সরকারকে পদত্যাগ করার আহ্বান জানায় মহিলা কংগ্রেস।