NE UpdatesHappeningsBreaking News
মণিপুর অগ্নিগর্ভ, দেখামাত্র গুলির নির্দেশ
ওয়েটুবরাক, ৫ মে : মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য সরকারের জারি করা এক আদেশে বলা হয়েছে, যখন আর কোনও উপায় কাজে আসবে না, তখন চূড়ান্ত পরিস্থিতিতে দেখামাত্র গুলি চালানো যেতে পারে।
রাজ্যের বিভিন্ন জেলাশাসক, মহকুমাশাসক এবং কার্যনির্বাহী শাসকদের এই আদেশ দেওয়া হয়েছে। সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে ইন্টারনেট সহ সাধারণ মানুষের জমায়েত এবং যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
অনেকদিন ধরে মণিপুরের সমতলের বাসিন্দা মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকি এবং নাগা জনগোষ্ঠীর নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরোধ চলে আসছে। তফসিলি জনজাতিদের তালিকাভুক্ত হওয়ার বিষয়টি মেইতেই সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ছিল। সম্প্রতি হাইকোর্ট মেইতেই সম্প্রদায়কে তফসিলি জনজাতি ভুক্তদের তালিকায় আনা যায় কি না, তা খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয়।
হাইকোর্টের এই নির্দেশের প্রতিবাদে বুধবার চূড়াচাঁদপুর জেলার তোরবাঙে অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর (এটিএসইউএম) ‘আদিবাসী সংহতি পদযাত্রা’র ডাক দেয়। সহিংসতা শুরু হয় সেখান থেকেই৷ পরে রাজ্যের বিভিন্ন জেলায় তা ছড়িয়ে পড়ে৷