India & World UpdatesHappeningsBreaking News
ভোটের বছরে বড় ঘোষণা নেই নির্মলার অন্তর্বর্তী বাজেটে
ওয়েটুবরাক, ১ ফেব্রুয়ারি : লোকসভা ভোটের আগে মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দ্বিতীয় মেয়াদের এটাই শেষ বাজেট। বিশেষ করে কর ছাড়ের বিষয়ে অর্থমন্ত্রী ঘোষণা করলেন, ‘গত ১০ বছরে প্রত্যক্ষ কর আদায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না। পুরনো কর কাঠামোয় আয়করে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকছে।’
আয়কর হারে যেমন ছাড় নেই, তেমনি কৃষিক্ষেত্রে বড় ঘোষণা নেই৷ রেল, সড়ক, পরিকাঠামো খাতেও বিরাট কোনও চমক নেই। মোট কথা, দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট কার্যত চমকহীন। সেভাবে দেখতে গেলে এবারের বাজেটের ঘোষণা বলতে শুধু ১ কোটি বাড়িতে সৌর বিদ্যুৎ, আবাস যোজনায় ২ কোটি বাড়ি, ৩ কোটি ‘লাখপতি দিদি’ তৈরির প্রতিশ্রুতি। এর কোনওটিই সরাসরি নির্বাচনকে প্রভাবিত করার মতো ঘোষণা নয়।
বাজেট ভাষণে নির্মলা সীতারমণ স্পষ্ট বলেন, তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদি সরকারের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা মাত্র। অর্থমন্ত্রীর ঘোষণা, “জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেটে গোটা বছরের অর্থনৈতিক পরিসংখ্যান তুলে ধরা হবে।” নির্মলা নিজের ভাষণে বারবার বুঝিয়ে দিয়েছেন, তাঁদের সরকার ফিরছে, তাই তড়িঘড়ি চমক দেওয়ার পক্ষে তিনি নন।