India & World UpdatesBusiness
বিজয় মালিয়ার চ্যালেঞ্জ খারিজ, প্রত্যর্পণের অপেক্ষা
৯ এপ্রিলঃ বিজয় মালিয়া ফের বড় ধাক্কা খেলেন ব্রিটেনের আদালতে। তাঁকে ভারতের হাতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল সে দেশের এক নিম্ন আদালত। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মালিয়া পাল্টা আর্জি জানিয়েছিলেন। হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। এ বার অপেক্ষা প্রত্যর্পণের।
টানা এক বছর শুনানি শেষে গত ডিসেম্বরে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত মালিয়াকে প্রত্যর্পণের নির্দেশে দেয়। এ বছরের ফেব্রুয়ারিতে সেই সংক্রান্ত নথিতে সই করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। এ দিকে ভারতে তদন্তে নেমে মালিয়ার একের পর এক সম্পত্তি বাজেয়াপ্ত করা করে সিবিআই এবং ইডি।
ন’হাজার কোটি টাকা ব্যাঙ্কঋণ প্রতারণা মামলায় নাম জড়ানোর পর থেকেই দেশ ছাড়া বিজয় মালিয়া। ২০১৬ সাল থেকে ব্রিটেনে রয়েছেন।