Barak UpdatesHappeningsCultureBreaking News

ভাবীকালের চল্লিশ,  সপ্তরাজ রঙ্গ উৎসবের প্রস্তুতি, আসছে ঢাকার নাট্যদল

ওয়েটুবরাক, ২৭ জানুয়ারি : শিলচরের ভাবীকাল নাট্য সংস্থার ৪০ বছর উপলক্ষে এ বারের সপ্তরাজ রঙ্গ উৎসব আন্তর্জাতিক রূপ পেতে চলেছে৷ আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিন ব্যাপী শিলচরে অনুষ্ঠিত হবে নাটকের এই মহা-উৎসব৷

গত শুক্রবার শিলচর দাস কলোনি রোডস্থিত এক ভবনে শান্তনু দাসের পৌরোহিত্যে সমাজের বিভিন্ন বর্গের ব্যক্তিদের নিয়ে আয়োজিত সভায় এই বিশেষ বর্ষের সপ্তরাজ রঙ্গ উৎসবের রূপরেখা স্থির করা হয়৷ গঠিত হয় অভ্যর্থনা কমিটি। সর্বসম্মতিক্রমে কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন প্রাক্তন পুরপ্রধান, নাট্যমোদী ব্যক্তিত্ব শান্তনু দাস, আহ্বায়ক ভাবীকালের নির্দেশক শান্তনু পাল৷ গঠিত হয় বিভিন্ন উপসমিতিও৷ চারদিন ব্যাপী আন্তর্জাতিক  সপ্তরাজ রঙ্গ উৎসবে বরাক উপত্যকার সকল সংস্কৃতিপ্রেমী, নাট্যদল, সর্বস্তরের জনগণের সাহায্য, সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন শান্তনু দাস ও শান্তনু পাল। তাঁরা জানান, ঢাকার এক নাট্যদলের সঙ্গে তাঁদের কথাবার্তা চূড়ান্ত হয়েছে৷ আসবে পশ্চিমবঙ্গ, বিশ্বনাথ চারিআলির নাটকের দলও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker