Barak UpdatesHappeningsBreaking News
ভাগাবাজারের দোকান থেকে ৩ কোটির হেরোইন উদ্ধার
ওয়ে টু বরাক, ৮ জানুয়ারি : ভাগাবাজারের একটি দোকান থেকে ৩ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করল পুলিশ। এ ঘটনায় দোকান মালিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুর ২টা নাগাদ একটি সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে।
ধলাই থানার অধীনে থাকা ভাগাবাজারের ওই দোকানে পুলিশ তল্লাশি চালায়। এই তল্লাশিতে পুলিশ ০.৪২ গ্রাম সন্দেহজনক হেরোইন পুলিশ উদ্ধার করে। এতে দোকান মালিক সরিফ উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে। সরিফ উদ্দিনের বাড়ি ভাগাবাজারের ইসলামাবাদ গ্রামে। পুলিশ উদ্ধার হওয়া হেরোইন বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য কম করেও তিন কোটি টাকা।