Barak UpdatesHappeningsBreaking NewsFeature Story

ব্যাগ সেলাই করে দোকানে দোকানে পৌঁছে দিয়েই মাধ্যমিকে ৭৯ শতাংশ দীপঙ্করের

৭ জুন: ব্যাগ সেলাই করে দোকানে দোকানে পৌঁছে দেয় সে৷ দিদির পড়া বন্ধ হতেই এই কাজে জড়িয়ে পড়ে৷ ভয় ছিল, অর্থের টানাটানিতে তার পড়ায়ও না ইতি পড়ে৷ শনিবার মাধ্যমিকের ফল প্রকাশের পর শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে এই সবই ছিল চর্চার কেন্দ্রে৷ অধ্যক্ষা কবিতা সেনগুপ্ত জানালেন, ৭৯ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছে দীপঙ্কর৷ সঙ্গে দুটো লেটার৷

Rananuj

বাবা অমৃত সূত্রধর দিনমজুর৷ মানুষের বাড়ি গিয়ে কাঠমিস্ত্রির কাজ করেন৷ নিয়মিত কাজ জোটে না৷ আচমকা লকডাউন বিপদ আরও বাড়িয়ে দেয়৷ অমৃতবাবুকে কেউ আর কাজে ডাকেন না৷ দীপঙ্করেরও ব্যাগ নিয়ে বেরনো মুশকিল৷ কী হবে? উপায় বের করে মাধ্যমিক দেওয়া ছেলেটাই৷

বাড়িতে জবা, নীলকণ্ঠ, ঘণ্টা ফুল ফোটে৷ একদিন সকালে ফুল তুলে বেরিয়ে পড়ে সাইকেল নিয়ে৷ ৫০-৬০ টাকা চলে আসে৷ সেই শুরু ফুল ফেরি৷ বিজ্ঞানে লেটার পাওয়া ছেলে এখন পড়বে কী নিয়ে! সোজা জবাব দীপঙ্করের, ‘দেখলেন না, কেমন সময়ে ফুলের ব্যবসাটা শুরু করে দিলাম! তাই বাণিজ্য নিয়ে পড়ব৷ দ্রুত রোজগার করা চাই যে!’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker