Barak UpdatesHappeningsBreaking News
বেসরকারি পর্যায়ে বরাকে প্রথম, শিলচরে চালু হচ্ছে অপটোমেট্রি কলেজ
ওয়েটুবরাক, 28 জুনঃ বরাক উপত্যকাতেও বেসরকারি পর্যায়ে অপটোমেট্রি কোর্স করার সুযোগ মিলল। এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন শিলচরের চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের কর্ণধার ডা. হীরেন্দ্রকুমার চৌধুরী। জুলাইয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাশ শুরু করার জন্য পরিকল্পনা মত এগোচ্ছেন তিনি। ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশনেরও এমনই পরামর্শ।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে ডা. চৌধুরী বলেন, অপটোমেট্রিতে চার বছরের বিএসসি এবং দুই বছরের ডিপ্লোমা কোর্স করাবে তাঁদের নিরূপমা দেবী কলেজ অব অপটোমেট্রি। উভয় কোর্সেই ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। ডিপ্লোমার জন্য বিজ্ঞানের ছাত্র হওয়া বাধ্যতামূলক নয়। ডিগ্রি পড়ার জন্য অবশ্য বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরাই ভর্তি হতে পারবে। উভয় কোর্সে আসন দশটি করে। আগ্রহীদের লিখিত পরাীক্ষা ও মৌখিক পরীক্ষায় বসতে হবে। ডা. চৌধুরী জানান, ডিপ্লোমার জন্য মোট 70 হাজার টাকা নেওয়া হবে। ওই টাকাতে বই-ও মিলবে। ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে 52 হাজার টাকা জমা করে। পরবর্তী তিন বছর দিতে হবে 40 হাজার করে। এ ক্ষেত্রে অবশ্য বই বা কোনও শিক্ষণসামগ্রী তাঁরা দেবেন না।
তাঁর দেওয়া তথ্য অনুসারে, সিংহানিয়া ইউনিভার্সিটি পরীক্ষার্থীদের শংসাপত্র বা সার্টিফিকেট দেবে। ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র পেয়ে তাঁরা অস্ত্রোপচার ছাড়া চোখের যাবতীয় চিকিতসা করতে পারবেন।চক্ষু ক্লিনিকও খুলতে পারবেন।