Barak UpdatesHappeningsCultureBreaking News

বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ওয়েটুবরাক, ৬ মার্চ: বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হলো। গত জানুয়ারি মাসে শিলচর দুর্গাশঙ্কর পাঠশালাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শ্রীশ্রীঅম্বিকেশ্বর মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল । শনিবার এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্লাব কর্তৃপক্ষ ও বিশিষ্ট অতিথিরা পুরস্কার প্রদান করেন । এ দিন বিকেলে শিলচর অম্বিকাপট্টিস্থিত শ্রীশ্রীঅম্বিকেশর শিব মন্দিরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট ৫২ জনকে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়।

ক্লাবের সভাপতি সুশীল করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বরিষ্ঠ সাংবাদিক ও সমাজকর্মী স্বদেশ বিশ্বাস, অবসরপ্রাপ্ত এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার নীহাররঞ্জন পাল, লিগ্যাল অ্যাডভাইজার সুব্রত ভট্টাচার্য, নীতু বণিক, বাবলু দেব, জেপি কুর্মী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ দিন কয়েকজন বিশিষ্ট নাগরিককে সংবর্ধনা জানানো হয়। তাঁরা হলেন, বিপুল কুমার নাথ, শিবু চৌধুরী, বিদ্যুৎকুমার পাল ও জগজ্জ্যোতি ভট্টাচার্য৷ টেবিলে টেনিসের স্টেট প্লেয়ার তথা ক্লাবের সদস্য বিপ্রজিত দেবকেও সংবর্ধনা প্রদান করা হয়৷

নীহার রঞ্জন পাল তাঁর বক্তব্যে ক্লাবের সামাজিক ও সাংস্কৃতিক কাজকর্মের প্রশংসা করেন। আগামীতে সমাজের বৃহত্তর স্বার্থে আরও কাজ করার জন্য ক্লাবের কর্মকর্তাদের আহ্বান জানান। ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব বলেন, সেটি ছিল মেগা চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷   ২৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছিল। পাশাপাশি মন্দির প্ৰাঙ্গণে শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে ২৮ ও ২৯ জানুয়ারি দুদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁদের তরফে বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি সুশীল কর ধন্যবাদসূচক বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker