Barak Updates
বুধবার স্পিকার পদে লড়াই ওম-সুরেশের
ওয়েটুবরাক, ২৫ জুন : অষ্টাদশ লোকসভার স্পিকার পদে ভোটাভুটি হতে চলেছে৷ কংগ্রেস সাংসদ কোড়িকুন্নিল সুরেশ বিরোধী জোটের প্রার্থী। মঙ্গলবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতে ‘ইন্ডিয়া’র বৈঠকে সর্বসম্মত ভাবে সুরেশকে সমর্থনের সিদ্ধান্ত হয়েছে।
লোকসভার পাটিগণিত অবশ্য বলছে বুধবার বেলা ১১টায় স্পিকার পদে ভোটাভুটিতে শাসক জোটের প্রার্থী তথা বিগত লোকসভার স্পিকার ওম বিড়লার জয় নিশ্চিত। সে ক্ষেত্রে স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়ে প্রয়াত বলরাম ঝাখরের নজির স্পর্শ করবেন ওম। ঘটনাচক্রে, ওই পদে বসলে ঝাখরের মতোই ওমও হবেন রাজস্থান থেকে নির্বাচিত সাংসদ, যিনি উপর্যুপরি দ্বিতীয় বার স্পিকার পদে আসীন হবেন৷
কংগ্রেস সাংসদ রাহুল দাবি করেন, শাসক গোষ্ঠীর মনোনীত স্পিকারকে সমর্থন করতে তাঁরা রাজি হবেন তখনই, যখন সরকার তাঁদের শর্তটি মেনে নেবে।
কী সেই শর্ত? রাহুল জানান, লোকসভার রেওয়াজ হল, ডেপুটি স্পিকার বিরোধী শিবির থেকে বাছতে হবে। সেই রেওয়াজ মানতে হবে এনডিএ সরকারকেও। যদি তা না হয়, তবে এনডিএ-র মনোনীত স্পিকারকে বিরোধীরা সমর্থন করবে না। অতীতে ভিপি সিংহ, পিভি নরসিংহ রাও, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিংহের প্রধানমন্ত্রিত্বের সময় স্বীকৃত বিরোধীরাই ডেপুটি স্পিকারের পদ পেয়েছে। মোদির জমানার প্রথম দু’বার স্বীকৃত বিরোধী দলের মর্যাদা অর্জন করতে পারেনি কোনও বিরোধী দল।
কিন্তু এ বার ৯৯ আসনে জিতে কংগ্রেস প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে।