Barak UpdatesHappeningsBreaking News
আলোচনা-কবিতা-সঙ্গীতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আন্তর্জাতিক নারী দিবস
//মুন্না নাথ//
গত সোমবার আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত হয় আন্তর্জাতিক নারী দিবস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মধুমিতা ধর সরকার এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. শুভ্রা নাগ। এ ছাড়াও ছিলেন বাংলা বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাগণ। আমন্ত্রিত অতিথিদের বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়৷ সে সময় মঞ্চে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড: বেলা দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্নাতকোত্তর তৃতীয় পাঠক্রমের ছাত্রী সুপ্রিতা নাথ।
মেঘনা দাস ও সর্বাণী দে নারীদের উদ্দেশ্যে একটি গান পরিবেশন করেন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রিয়কান্ত নাথ। আমন্ত্রিত অতিথি ড: মধুমিতা ধর সরকার শ্রমজীবী নারীদের বিষয় নিয়ে বক্তব্য রাখেন। অধ্যাপক ড: শুভ্রা নাগ অপ্রতিষ্ঠিত নারীদের সমঅধিকার, মর্যাদা লাভের লড়াই নিয়ে মূল্যবান আলোচনা করেন। অধ্যাপক বেলা দাস নারীর গার্হস্থ্য জীবনের সংঘর্ষ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। সহযোগী অধ্যাপক ড. শান্তনু সরকার নারীদের বর্তমান অবস্থা সুন্দর ভাবে উপস্থাপন করেন। স্নাতকোত্তর তৃতীয় পাঠক্রমের ছাত্রী রিহা পাল কবিতা আবৃত্তি করেন।
স্নাতকোত্তর প্রথম ও তৃতীয় পাঠক্রমের ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভাগের গবেষকগণ এবং আইন বিভাগ থেকে আগত ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে।