Barak UpdatesHappeningsBreaking News
অমিত শাহ রাজ্যে থাকায় বিশ্বনবীর জন্মদিনের মিছিলে অনুমতি মেলেনি, জানালেন মাহাত্তা
ওয়েটুবরাক, ৮ অক্টোবর : বিশ্বনবী হজরত মহম্মদের জন্মদিন উপলক্ষে রবিবার যে জুলসে মহাম্মদিয়া বা শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল সরকারি নির্দেশে তা বাতিল করা হয়েছে। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, ১৪৪ ধারার জন্য নয়। ১৪৪ ধারা যেদিন থেকে জারি হয়, ২ মাস পর তার মেয়াদ শেষ হয়ে যায়। সেই হিসেবে এই সময়ে কাছাড়ে কোনও ১৪৪ ধারা জারি নেই। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে অসম সফরে রয়েছেন । তাই সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই সময়ে রাজ্যে কোনও ধরনের ধর্মীয় মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।
কেন্দ্রীয় জুলুসে মহাম্মদিয়া কমিটির সভাপতি আনসার হোসেন বড়লস্কর জানান, সরকারের নির্দেশকে সম্মান জানিয়ে জুলুসে মহাম্মদিয়া রবিবার স্থগিত রাখা হয়েছে। গোটা মাস পবিত্র ঈদে মিলাদুন্নবি পালন করা হয় ।তাই তারা আগামী বুধবার জুলুসে মহাম্মদিয়া করার জন্য ফের অনুমতি চাইবেন। কোনও ধরনের প্রশাসনিক অসুবিধা না থাকলে অনুমতি পাবেন বলে আশাবাদী আনসার হোসেন।
এদিকে প্রশাসনিক অসুবিধার দরুন রবিবার কোনও ধরনের শোভাযাত্রা না করার আহ্বান জানালেন উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সৈয়দ জুনাইদ আহমেদ । তার পরিবর্তে নিজ নিজ মসজিদে খতমে খাজেগান, মিলাদ ও দোয়ার করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি ।