Barak UpdatesHappeningsBreaking News
বিমলাংশু রায়ের জন্মদিনে শিকড়ের খোঁজে
ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বরঃ আগামীকাল রবিবার বিমলাংশু রায়ের ৮৩-তম জন্মদিন। সে দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শিলচর বঙ্গভবনে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে বিমলাংশু রায় ফাউন্ডেশন। ইতিহাস-অনুসন্ধিৎসু বিমলাংশু রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফাউন্ডেশন প্রকাশ করতে চলেছে সুরমা-বরাকের প্রাচীন ইতিহাস তুলে আনা গ্রন্থ, ‘শিকড়ের খোঁজে– প্রেক্ষিত বরাক-সুরমা’। এটি একটি প্রবন্ধ সংকলন। মোট বারোটি প্রবন্ধ রয়েছে তাতে। মুখবন্ধ লিখে দিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. জয়ন্ত ভট্টাচার্য। প্রবন্ধকাররা হলেন ড. তন্ময় ভট্টাচার্য, ড. সুবীর কর, ড. মনুজেন্দ্র শ্যাম, জ্যোতিলাল চৌধুরী, ড. অমলেন্দু ভট্টাচার্য, টিএইচ বাবাচন্দ্র সিংহ, ড. আবুল ফতেহ ফাত্তাহ, মিহিরকান্তি চৌধুরী, জয়লক্ষী দেবী, সঞ্জীব দেবলস্কর, বিশ্বজ্যোতি বর্মন ও দীপঙ্কর ঘোষ। ড. আবুল ফতেহ ফাত্তাহ ও মিহিরকান্তি চৌধুরী বাংলাদেশের লেখক। প্রচ্ছদ এঁকেছেন সুজিত পাল।
মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এই গ্রন্থের আবরণ উন্মোচন করবেন। থাকবেন তেজপুরের সাংসদ পল্লবলোচন দাস, রাজ্যের আবগারি, বন ও পরিবেশ এবং মীনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাণী রায় এবং ম্যানেজিং ট্রাস্টি শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়ও। শনিবার বিলপারে ফাউন্ডেশনের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ সব তথ্য জানান ফাউন্ডেশনের ট্রাস্টি জয়দীপ রায় এবং দুই সদস্য নীলাঞ্জন আদিত্য ও দীপঙ্কর ঘোষ। তাঁরা জানান, ২০১০ সালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠা হয়। সে থেকে প্রতি বছর একটি বক্তৃতানুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। অরুণ জেটলি, রাম মাধব, আরএন রবি সহ বহু বিশিষ্টজনকে এ জন্য আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে। এ বারের বক্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।